হযরত শাহ্জালাল মুজাররদে ইয়ামনী (রাঃ) ও তিনশত ষাট আউলিয়ার স্মৃতি বিজড়িত পূণ্য ভূমি পাহাড়-পর্বত, নদী-নালা আর চা বাগানের শুভাময় সৌন্দর্যমণ্ডিত বৃহৎ সিলেটের বর্তমান হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানার অন্তর্গত ঐতিহ্যবাহী দিনারপুর পরগণার ১১নং গজনাইপুর ইউনিয়নের এলাকাধীন ইজপুর গ্রামে মনোরম পরিবেশে অবস্থিত আকায়েদে আহলে সুন্নাত এর উপর প্রতিষ্টিত দেশের অন্যতম শ্রেষ্ঠ ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান ঐতিহ্যবাহী দিনারপুর ফুলতলি গাউসিয়া সুন্নিয়া আলিয়া মাদরাসা।

,

এখানে ষষ্ঠ  থেকে আলিম শ্রেণী পর্যন্ত পড়ানো হয়। পাশাপাশি আমাদের হিফজ বিভাগ ও চালু রয়েছে